ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাশারুক গ্রামের প্রবাসী গ্রাম উন্নয়ন পরিষদের উদ্যোগে ১০০জন গরিব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
গত শুক্রবার এই সংগঠনের নেতাকর্মীরা তাদের নিজস্ব অর্থায়নে একটু সাচ্ছন্দ্যবোধ করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ গুলো যেন ঈদের আনন্দ উপভোগ থেকে ছিটকে না পড়ে সেইজন্য তাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই অর্থ বিতরণ করেন।
সংগঠনের সভাপতি সুইজারল্যান্ড প্রবাসী হাজী গোলাম মোর্শেদ সাচ্চু পরামর্শে,সিঃ সহ সভাপতি ওমান প্রবাসী খাইরুল আলম মুন্না ও সাধারণ সম্পাদক সিঙ্গাপুর প্রবাসী আলাউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করে তা প্রেরণ করেন গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
পরিবার পরিজন ছাড়া এই সংগঠনের প্রায় শতাধিক সদস্য দেশের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা প্রত্যেক জনকে নগদ ৫০০ টাকা করে প্রদান করেন।
কয়েক বছর আগে থেকে চালিয়ে যাওয়া সংগঠনের এই কর্মকাণ্ড আরো বৃদ্ধি ও অন্যান্য মানবসেবা মূলক কাজে তাদের সম্পৃক্ততা করার অঙ্গীকার করেন সংগঠনের সভাপতি,সহ সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা বলেন,পৃথিবীর যেই প্রান্তেই আমরা প্রবাসীরা থাকি না কেন আমাদের মন মানষিকতা এক ও অভিন্ন। আমরা গ্রামের এলাকার মানুষের জন্য আরো ব্যাপক পরিসরে কাজ করতে চাই