রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
‘পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ (১১জুলাই বৃহস্পতিবার) সকাল ১১টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকাল ১১টায় কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও এক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কর বিতরণ করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্দ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন জনাব মাহবুবুজ্জামান আহমেদ উপজেলা চেয়াম্যান, কালীগঞ্জ
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
জনাব রবিউল হাসান উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ, ডাঃ মোঃ সাজিদ, আবাসিক মেডিকেল অফিসার কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। মোঃ ফরহাদ মন্ডল,তদন্ত কালীগঞ্জ।
জনাব হাসীন, কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্যে
জনাব মাহবুবুজ্জামান দিবসের প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, বিশ্বায়নে জনসংখ্যা-চ্যালেঞ্জ ও পরিকল্পিত পরিবারের সুবিধাসমূহের ব্যাপারে জনগণের সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসটি পালনের লক্ষ্য।
এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য জনগণের ক্ষমতায়ন জরুরি। সরকার দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও অন্যান্য সেবা কেন্দ্রের মাধ্যমে কিশোরী, শিশু ও নারী স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছে।
তাছাড়া কালীগঞ্জে দিবসটি পালনের লক্ষ্যে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে বিস্তারিত নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়।