ঢাকাSunday , 19 May 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্পেনের বার্সেলোনা সিটি করপোরশেন নির্বাচনে স্পেনের সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্রের জরিপ

TITUL ISLAM
May 19, 2019 6:43 pm
Link Copied!

ওয়াসি উদ্দিন বার্সেলোনা থেকে :-
২৬শে মে ২০১৯ বার্সেলোনার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র দলগুলি চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। ঘটনাক্রমে একই দিনে স্পেনের আরো ১২টি অঞ্চলের আঞ্চলিক স্বায়ত্তশাসিত নির্বাচন এবং ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন হলেও স্পেনের অনেক জাতীয় রাজনৈতিক দল তথা কাতালুনিয়াবাসীর চোখ এখন বার্সিলোনার সিটি করপোরশেন নির্বাচনের দিকে।

বার্সেলোনার সিটি করপোরশেন নির্বাচন পরিস্থিতিকে বিশ্লেষণ করে স্পেনের সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্র (সেন্টার ফর সোসাইটিলজিকাল রিসার্চ) যে জরিপ তৈরি করে তা অনুযায়ী
আদা কোলাউও বার্সেলোনার সিটি করপোরশেন নির্বাচনে জয়ী হবে মনে করা হচ্ছে। বার্সেলোনা ইন কমু দলটি ১০ বা ১১ জন কাউন্সিলর পাবেন বলে ধরে নেয়া হচ্ছে।

জরিপে প্রায় সমান সমান সংখ্যায় এরর্নেস্ট মারগাই ইসকেররা রেপুবলিকান দলটি (ইআরসি) যা শহরের কাউন্সিলের ৯টি এবং ১১টি আসনের মধ্যে পৌছাবে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি এতটাই শক্ত যে স্পেনের সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্র (সিআইএস) এর সূক্ষ্ম বিশ্লেষণে আদা কোলাউও এবং এরনেস্ট মারাগাই মধ্যে এক দশমাংশ ভোটের পার্থক্যৈ বিজয় নিশ্চিত হবে। আদা কোলাউও ২৩% ভোট পেতে পারে, আর অন্য দিকে এরর্নেস্ট মারগাই ২২.৯% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে বলে আশা করা হচ্ছে।

তৃতীয়টি অবস্থানে সোশালিস্ট পর্টি (পিএসসি): খাউমে কোলবনি ১২.৯% ভোট সহ ৬ বা ৭টি কাউন্সিলর পাবার দৃঢ় সম্ভাবনায় আছে।

অন্যদিকে সিউদাদানো (সিএস) দলটির ম্যানুয়েল ভাল্স ১১.৯% ভোট এবং ৫ বা ৬ কাউন্সিলর এবং কাতালোনিয়ার স্বাধীনতাকামী দল জুন্স পের কাতালুনিয়ার পক্ষে অস্থায়ীভাবে কারাগারে থাকা প্রতিনিধিত্বকারী খোয়াকিম ফর্ন ১১.২% ভোট এবং ৫ থেকে ৭ কাউন্সিলর পেতে পারেন।

আর পপুলার পার্টির (পেপে) জোসেপ বউ ৬% ভোট পেয়ে ২ থেকে ৩টি কাউন্সিলর আসন এবং কাতালান চরমপন্থী দল লাকুপ ৫.৩% ভোট এবং ২ টি কাউন্সিলর আসন পাওয়ার সম্ভাবনা আছে বলে স্পেনের সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্র(সিআইএস) উল্লেখ করেছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।