ঢাকাSunday , 28 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে লালমনিরহাটে কমলা বোঝাই ট্রাক উল্টে ১৩ লাখ টাকার ক্ষতি

TITUL ISLAM
December 28, 2025 3:37 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট ।

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে আসা কমলা বোঝাই একটি ট্রাক ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশার কারণে সামনের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দ্রুতগতিতে আসা কমলা ভর্তি ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার ফলে ট্রাকে থাকা বিপুল পরিমাণ কমলা নষ্ট হয়ে যায়। স্থানীয়রা ধারণা করছেন, এতে প্রায় ১৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত ট্রাক থেকে মালামাল উদ্ধারে সহায়তা করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এদিকে, স্থানীয়রা কুয়াশার সময় সড়কে যান চলাচলে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।