ঢাকাSunday , 28 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন ‘কমপক্ষে ১০০ আসনে জয়ের লক্ষ্যে কাজ করছে জাতীয় পার্টি’

TITUL ISLAM
December 28, 2025 3:06 pm
Link Copied!

লালমনিরহাট অনলাইন নিউজ ডেক্স  

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২৪৩টি আসনে প্রার্থী দিলেও অন্তত ১০০টি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্য সামনে রেখেই দল সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

রোববার বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “নির্বাচনী পরিবেশ অনুকূলে থাকলে মানুষ ভোট দিতে আগ্রহী হবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা এবং প্রত্যেক প্রার্থীকে অবাধে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হলে জাতীয় পার্টি ভালো ফলাফল করবে।”

তিনি আরও বলেন, জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া কিছু নেতা ইতোমধ্যে মূল দলে ফিরে এসেছেন। তাদের মধ্যে কয়েকজন দলীয় মনোনয়নও পেয়েছেন। “যারা নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা রাখেন কিংবা মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারবেন—তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে,” বলেন তিনি।

রংপুর-১ আসনে ব্যারিস্টার মন্জুম আলীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার প্রসঙ্গে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “এই আসনে তার বিজয়ের মধ্য দিয়েই জাতীয় পার্টির জয়যাত্রার সূচনা হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন যেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়।”

রংপুর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মন্জুম আলী বলেন, “এই আসনে লাঙলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে আমি এখানকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি। জাতীয় পার্টিতে সক্রিয় না থাকলেও আমার ছোট ভাইয়ের মাধ্যমে দলের জন্য কাজ করেছি।”

তিনি বলেন, “রংপুর-১ আসনের মানুষের কাছে আমার একটি ক্লিন ইমেজ রয়েছে। সে কারণেই তারা আমাকে সংসদে পাঠাতে আগ্রহী। জাতীয় পার্টি এবং আমার নিজস্ব একটি নির্বাচনী ইশতেহার রয়েছে। নির্বাচিত হলে রংপুর-১ আসনের মানুষের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।