ঢাকাSunday , 28 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শীতে নাকাল ছিন্নমূল, জুলাই যোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও সম্মাননা জানালেন ইউএনও

TITUL ISLAM
December 28, 2025 1:56 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১৩ জন জুলাই যোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র ও সম্মাননা জানিয়েছেন ইউএনও।রবিাবার(২৮ ডিসেম্বর) আদিতমারী উপজেলা ভবণের নিজ কার্যালয়ে ১১ জন জুলাই যোদ্ধা ও শহীদ তিনজন পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।সাথে র‍্যাপিং করা বক্স উপহার দেন।

পুরো জেলা জুড়ে চলা শীত নিয়ে যখন গণমাধ্যম গুলো নিয়মিত খবর প্রচার করছে,তখন এই সস্মাননা ও কম্বল বিতরণ করা হয় নিজ কার্যালয়ে।ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।

সরেজমিন দেখা যায়,দুই প্রকার কম্বল বিতরণ করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের মধ্যে যে কম্বল গুলো বিতরণ করা হয়,সেগুলো ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণকৃত কম্ভল থেকে মানের বিস্তর ফারাক রয়েছে।

অপর দিকে জেলা জুড়ে শীতে নাকাল জনসাধারণ।জেলা ছিন্নমূল মানুষের মধ্যে সিংহভাগ মানুষের মাঝে এখনো শীত বস্ত্র পৌঁছায়নি। ইউএনও বিধান কান্তি হালদার বলেন(অফ দ্যা রেকর্ড) আমাদের কাছে আশা ভালো কম্বর গুলো জুলাই যোদ্ধাদের মধ্যে বিতরণ করা হয়েছে।

অপর দিকে জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার তার অফিসিয়াল ফেসবুক পেজে স্টাটাস দিয়েছেন।সেখানে লেখা হয়”২৭ ডিসেম্বর জেলা প্রসাশনের ফেসবুক পেজে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করা হয়।

জেলা প্রসাশনের পেজে বলা হয়”তীব্র শীতের প্রভাবে অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসন, লালমনিরহাটের পক্ষ থেকে সকল উপজেলা প্রশাসনের মাধ্যমে  কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বেসরকারি সংস্থা ও অন্যান্য সামাজিক সংগঠনসহ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান শ্রেণির মানুষকে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।

আসুন, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব।”

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।