রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
উত্তরের সংযোগ প্রেস ফাইভ মফস্বলের পাঁচ উপজেলার সাংবাদিকদের নিয়ে কাজ করা একটি সংগঠন প্রথম আলো,ডেইলি স্টার,সম্পাদক নুরুল কবিরের ওপর হামলার নিন্দা জানিয়েছে।মফস্বলের সাংবাদিকদের নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।এবং গণমাধ্যমকে নিজেদের মত করে কাজ করার দাবি জানিয়েছে।
শনিবার(২০ ডিসেম্বর) সংগঠনটির উপদেষ্টা বাসস ও নিউজ টুয়েন্টিফোরের রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিকের সাথে আলোচনা করে কমিটি।এরপর প্রেস ফাইভ এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আলতাফুর রহমান সহ এসব বিষয় নিয়ে জরুরি আলোচনা করে আহ্বায়ক কমিটি।
এবিষয়ে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফারুক আলমের সাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়।বিবৃতিটি হুবহু দেয়া হলো-
প্রথম আলো আর ডেইলি স্টারের হামলা হয়েছে।অফিস দুটিতে নারকীয় হামলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।অফিসে থাকা সংবাদকর্মীরা মুক্তির উপায় নাপেয়ে ছাদে আশ্রয় নেন।সেখান থেকে মুক্ত করতে কয়েকটি সস্থা যখন কাজ করছিলো তখন বাধা প্রদান করা হয়।এমতবস্থায় সেখানে সর্বজন শ্রদ্ধেয় প্রখ্যাত সম্পাদক নুরুল কবির হাজির হন।তিনি তার দায়বোধ থেকে সেখানে গিয়েছিলেন।এই যাওয়াটা ছিলো সবসময় "বিপদসংকুল" থাকা সংবাদকর্মীদের জন্য প্রেরণার।কিন্তু তাকেও হেনস্থা করা হয়েছে।
সব কিছু বাদে যখন প্রথম আলো আর ডেইলি স্টারের সংবাদকর্মীরা তাদের ভবনের সামনে মানববন্ধন করে।তখনও বাধা দেয়ার মত ঘটনা ঘটে।এমন সব ন্যাক্কারজনক ঘটায় নিন্দা জানানোর সঠিক শব্দ আমাদের জানা নেই।
আমরা দার্থ্যহীন কণ্ঠে বলতে চাই,মানুষ থেকে শুরু করে পৃথিবীর যেকোনো জীবের সমস্যায় সমকষ্ট অণুভূত হয় একজন সংবাদকর্মীর।
আমরা যা দেখি তা প্রকাশ করিনা।প্রকাশযোগ্য যা ঘটে সেটুকুই প্রকাশ করি।এ আমাদের অপরাধ নয়,বরং পেশাগত নৈতিকতা।এই নৈতিকতা দেশ ও জনগণের দায়বদ্ধতার থেকেই সংযোজিত।
সংবাদকর্মী ও সংবাদ মহলে আঘাত,আমাদেরকে ব্যথিত করে।আমরা শুধু আমাদের কাজটাই করতে চাই।সেই সাধে "মফস্বলে" কাজকরা সংবাদকর্মীদের নিয়ে দারুণ ভাবে শঙ্কিত।রাষ্ট্রের উচিত হবে আমাদের এই শঙ্কা দ্রুত দূর করার ব্যবস্থা হাতে নেয়া।
আমরা বিশ্বাস করি,স্বাধীন গণমাধ্যমই স্বাধীনতার একটি প্রধানতম খুঁটি।অন্যথায় রাষ্ট্র অকার্যকর হয়ে যায়।রাষ্ট্রের প্রয়োজনে গণমাধ্যমকে তার মত করে কাজ করতে দেয়ার দাবি জানাচ্ছি।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.