
আগামী সংসদ নির্বাচনের তফশিল ঘোষনার আগেই তিস্তা মহাপরিকল্পনার আওতায় কাজ শুরুর দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় গণমিছিল শেষে গণসমাবেশ চলছে । ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শ্লোগানে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ এ কর্মসূচির আয়োজন করেছে।
বিকেলে আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে শুরু হওয়া গণমিছিলে তিস্তাপাড়ের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।মিছিলটি প্রায় দেড় কিলোমিটার প্রদক্ষিন করে।
পরে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্দোলনের সম্বনয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে গণসমাবেশ শুরু হয়। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা না হলে বক্তারা বৃহৎ আন্দোলন ঘোষনার হুশিয়ারী দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।