রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
লালমনিরহাটের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে (কিশোর কিশোরী ক্লাব) কর্তৃক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে পথ নাটক শেষে উপজেলা পরিষদ হলরুম আলোচনা সভায় মিলিত হয়।
“আমি কন্যা শিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, ভার্চুয়াল যুক্ত ছিলেন,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, লায়লা আকতার বানু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাজহানুর রহমান,
উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, সংগীত প্রশিক্ষক আলমগীর হোসেন, সজীব ইসলাম,সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা কন্যা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে কন্যা শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।