লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন তিস্তা ব্যাটালিয়ন ৬১বিজিবি।
উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে তিস্তা ব্যাটালিয়ন (৬১বিজিবি) এ-র আয়োজনে, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল,ডাল,চিড়া, তৈল, আলু, পিয়াজ, লবণ ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয় এবং গরিব দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
ত্রাণ বিতরণ পরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন, ৬১ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি। এসময় তিনি বলেন, গত দুই দিন আগে তিস্তা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছিল, এমনকি ফ্ল্যাট বাইপাসের উপর দিয়েও পানি প্রবাহিত হয়েছিল।
আমরা জানতে পেরেছি যে পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানবিক সেবা করার জন্য তাদের মাঝে কিছু খাবার বিতরণ করছি এবং ডাক্তারের মাধ্যমে কিছু চিকিৎসা সেবা দিচ্ছি যাতে ওরা ভালো থাকতে পারে। ভবিষ্যতে গরিব দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.