ঢাকাMonday , 6 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রবীণ ব্যক্তিদের একাকিত্ব বাড়ছে, কমছে পারিবারিক যোগাযোগ! 

TITUL ISLAM
October 6, 2025 8:02 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
লালমনিরহাটের কালীগঞ্জে দিন দিন প্রবীণ ব্যক্তিদের মধ্যে একাকিত্ব বেড়ে চলেছে। আগে যেখানে পরিবার ছিল তাদের আনন্দ-আলাপের কেন্দ্র, এখন সেই স্থান দখল করছে নিঃসঙ্গতা ও নীরবতা। পরিবারের তরুণ সদস্যদের কর্মব্যস্ততা, বিদেশে প্রবাসজীবন কিংবা আলাদা থাকার প্রবণতা বৃদ্ধির কারণে প্রবীণরা ক্রমেই একা হয়ে পড়ছেন।

স্থানীয় সমাজকর্মীরা জানান, বর্তমানে লালমনিরহাটের বিভিন্ন গ্রাম ও শহরাঞ্চলে অনেক প্রবীণ ব্যক্তি দিন কাটাচ্ছেন নিঃসঙ্গভাবে। কেউ কেউ সংসারে উপেক্ষিত, আবার কেউ বা সন্তানদের দূরে থাকার কারণে কাটাচ্ছেন নিঃসঙ্গ জীবন। এতে অনেকের মধ্যে মানসিক চাপ, হতাশা ও শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে।
যেমন মহাসিন আলী নামের একজন বয়স ৬৫ বছর তার বাড়ি কালীগঞ্জে উপজেলার বৈরাতী গ্রামে তিনি ছেলে মেয়ে থাকার পরে ও একাকিত্ব জীবন জাপন করছে।

লালমনিরহাট সমাজসেবা দপ্তরের এক কর্মকর্তা জানান, প্রবীণদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, “প্রবীণরা শুধু সহানুভূতি নয়, পরিবারের সদস্যদের সঙ্গ ও ভালোবাসা চান। তাদের পাশে থেকে কথা বলা, সময় দেওয়া—এটাই সবচেয়ে বড় যত্ন।”

মনোবিজ্ঞানীরা বলছেন, পারিবারিক সম্পর্ক ও সামাজিক বন্ধন দৃঢ় করলেই প্রবীণদের একাকিত্ব অনেকাংশে কমানো সম্ভব। এজন্য পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। লালমনিরহাটে তাদের একাকিত্ব দূর করতে পারিবারিক সচেতনতা ও সামাজিক উদ্যোগ এখন সময়ের দাবি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।