রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
লালমনিরহাটের কালীগঞ্জে সংবাদ প্রকাশের পর অবশেষে শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ ব্রীজটির সংস্কার কাজ। দীর্ঘদিন ধরে ভাঙা ব্রীজ দিয়ে স্থানীয় মানুষজনকে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছিল।
লালমনিরহাট অনলাইন নিউজে গত ০৩ সেপ্টেম্বর দীর্ঘদিন জরাজীর্ণ ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের চলাচল ভেঙে পড়ার শঙ্কা!) <span;>সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। বুধবার ( ১অক্টোবর) সকালে শ্রমিকদের মাধ্যমে ব্রীজটির সংস্কার কাজ শুরু করেন। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ প্রসঙ্গে স্থানীয়রা যুবক রনি ইসলাম জানান,স্থানীয় সংবাদ মাধ্যম লালমনিরহাট অনলাইন নিউজে সংবাদটি প্রকাশ না হলে হয়তো আরও দীর্ঘ সময় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। তারা গণমাধ্যমের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে দ্রুত কাজ শেষ করার দাবি জানান।
এ বিষয় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাকিয়া সুলতানা, বলেন,লালমনিরহাট অনলাইন নিউজে সংবাদটি প্রকাশ হলে আমাদের দৃষ্টিগোচর হয়, তৎক্ষণিক আমরা, সেই ব্রিজ সংস্কারের জন্য উদ্যোগ নেই। আজ সেটির কাজ শুরু হয়েছে, অল্প সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করে ব্রীজটি চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ করা হবে।