ঢাকাMonday , 29 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে দুর্গাপূজায় বিজিবির কড়া নিরাপত্তা জোরদার

TITUL ISLAM
September 29, 2025 2:57 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছে ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকেলে জেলা সদরের মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি দক্ষিণ পাড়া দুর্গামন্দির পরিদর্শনে আসেন লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় চলাচলরতদের ওপর সার্বক্ষণিক নজরদাড়ি করা হচ্ছে। সেই সাথে সীমান্ত এলাকায় নির্বিঘ্নে পূজা উদযাপনে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় বিজিবি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা টহলের পাশাপাশি মন্দিরগুলো পরিদর্শন করছেন।

উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা। দেশের সবচেয়ে নিকটতম সীমান্ত এলাকা লালমনিরহাট সীমান্তের ১৪৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

এছাড়া তিন স্তরের বলয় ছাড়াও একটি সুরক্ষা অ্যাপস রয়েছে এর মাধ্যমে তথ্য পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়। বিজিবি সর্বদা সজাগ রয়েছে জানান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।