সাহসী সাংবাদিকতার ৭ বছর পেরিয়ে ৮ বছরে লালমনিরহাট অনলাইন নিউজ। নিরপেক্ষ আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ভরসা ও বিশ্বাস অর্জন করেছে লাখো মানুষের হৃদয়ে পৌঁছে গেছে সংবাদ মাধ্যম টি । আজ ভালোবাসার ৭ম বার্ষিকী।
লালমনিরহাট অনলাইন নিউজের ৭ম বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক বলেন, আমরা লালমনিরহাট অনলাইন নিউজ কে আরো গতিশীল করতে মাল্টিমিডিয়ার মাধ্যমে এক ঝাঁক তরুণ নিউজ প্রেজেন্টারের মাধ্যমে কীভাবে এগিয়ে নিতে পারি,সেই চেষ্টা করে যাচ্ছি।
তিনি বিশ্বাস করেন, আগামী দিনগুলোতে দর্শকের আরও কাছে যেতে পারবে জেলার সর্ব প্রথম মাল্টিমিডিয়া নিউজ প্লাটফর্ম লালমনিরহাট অনলাইন নিউজ। প্রতিষ্ঠানটি এ জেলার গরীব অসহায় দুঃখী মানুষের কথা তুলে ধরতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল ৭ বছর আগে।
দিনরাত, ২৪ ঘণ্টা মাল্টিমিডিয়া, অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে সংবাদ প্রচারের মধ্য দিয়ে, এ জেলার মানুষের সব ধরনের খবর সবার আগে পৌঁছে দিতে প্রস্তুত নিউজ পোর্টালটির কর্মীরা। এ জেলার পাঠকরা ও বলছেন একই কথা। আর দর্শকদের মন্তব্য নিয়ে তুলে ধরে অসহায় গরীব দুঃখীর কথা ।
এবং প্রতিষ্ঠানটি প্রতিবার প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলার গুনি সাংবাদিকদের সম্মাননা সহ বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠান করে আসতেছে।
নিউজ পোর্টালটি প্রকাশক রাহেবুল ইসলাম টিটুল বলেন,এ জেলার সংবাদ পাঠকের চাহিদার পাশাপাশি , বিনোদন খেলাধুলা, সহ বিভিন্ন সংবাদ পরিবেশন করে আসতেছে যা দর্শকের আস্থা যেন অটুট থাকে সেটিই আমরা চেষ্টা করে যাচ্ছি।
শুভেচছান্তেঃ রাহেবুল ইসলাম টিটুল।
প্রকাশক ও সম্পাদক -লালমনিরহাট অনলাইন নিউজ।