লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাহিন্দ্রের ধাক্কায় আদিতমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় রংপুর কাকিনা সড়কের গংগাচওড়া তিস্তা দ্বিতীয় সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম রংপুরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার তার নানির মৃত্যুর খবরে ছুটি নিয়ে বাড়ি যান শরিফুল ইসলাম। রোববার অফিসে যোগ দিতে শনিবার বিকেলে মোটরসাইকেলে কর্মস্থলের উদ্দেশে রওনা হন।
সন্ধ্যায় গংগাচওড়া তিস্তা দ্বিতীয় সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.