সকল কারিগর শ্রমিক ঐক্য গড়ি। কাজ, মজুরি মর্যাদা নিশ্চিত করি । এই শ্লোগানে মহান মে দিবসের চেতনা শোষণ বঞ্চনা- বৈষম্য মানি না । শ্রম ও নারী সংস্কার কমিশনের রিপোর্ট ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মহান মে দিবস উপলক্ষে জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি হলরুম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, এ এইচ এম সফিকুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ,।
এ সময় আরো উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি। নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়া । নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও নির্মাণ শ্রমিক ফেডারেশনের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হোসেন। সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন দেশের উন্নতিতে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। শ্রমিকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তাও করা সম্ভব না।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.