প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ২:০৭ পি.এম
কালীগঞ্জে ৪৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক!
লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে ৪৫০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যবসায়িকে আটক করেছ পুলিশ।
শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাস এলাকার মাদক ব্যবসায়ী খগেন রায়ের (৩৮) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। অপরদিকে পার্শ্ববর্তী তার ভাই মৃনালের বাড়ির বাদাম গাছের নিচে লুকানো ৪৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। আটক খগেন গোড়ল ইউনিয়নের সেবকদাস এলাকার অক্ষয় মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত খগেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত সে লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাকিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.