লালমনিরহাট নার্সিং কলেজের শিক্ষকের পদত্যাগের দাবিতে দিনব্যাপী আন্দোলন করেছে শিক্ষার্থীরা।
২১ আগস্ট বুধবার বিকেলে মেডিকেল সংলগ্ন ক্যাম্পাসে এ আন্দোলন জোরালো ভাবে সংগঠিত করা হয়। এর আগে আমেনা খাতুন নামে ঐ শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে শিক্ষার্থীরা একযোগে পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষার্থীদের ব্লাকমেইল, মেসের টাকা আত্মসাৎ, অশ্লীল ব্যবহার, অন্যায়ের প্রতিবাদ করলে ছাত্রত্ব বাতিল ও শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে দুর্ব্যবহারসহ বহুবিধ অনিয়ম করে আসছেন শিক্ষক । এসবের প্রতিবাদ করলেও তিনি ক্ষমতার দাপটে বহাল তবিয়তে ছিলেন। এদিকে শিক্ষক জানান, তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন। তাকে চক্রান্ত করে গদত্যাগে বাধ্য করা হয়েছে।
আন্দোলনে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে শিক্ষার্থীরা তাদের ৩০ টি দাবি উপস্থাপন করেন।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2026 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.