লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সামছুল হক (৩৫) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামছুল হক ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির উঠানে বাঁশের টুকরা সরানোর সময় বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া লাইন সামছুল হকের শরীরে ছিড়ে পড়ে বিদুৎস্পৃষ্ট হয়। পরে তার পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.