প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৪, ৩:০২ পি.এম
নারীর হাত জোড়া লাগল পুরুষের শরীরে
পেশায় চিত্রশিল্পী। অর্থ উপার্জন করতেন ছবি এঁকেই। দুর্ঘটনায় উভয় হাত হারান তিনি। এবার ভারতের দিল্লির চিকিৎসকদের অস্ত্রোপচারের পর এক নারীর দান করা দু’হাতে আবারো রঙ-তুলি ধরতে চলছেন ওই চিত্রশিল্পী।
২০২০ সালে ট্রেন দুর্ঘটনায় দুই হাত হারান ওই চিত্রশিল্পী। কোনোদিন রঙ-তুলি ধরতে পারবেন না ভেবেই অবসাদে চলে যাচ্ছিলেন তিনি।
১২ ঘণ্টারও বেশি সময় ধরে অপারেশন চলার পর দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকদের দক্ষতায় ওই চিত্রশিল্পী নতুন দুই হাত পেলেন। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই ব্যক্তির কাটা পড়া হাতের সাথে মীনা মেহতা নামে ব্রেন-ডেথ এক নারীর দান করা হাত জোড়া লাগানো হয়েছে। মীনা মেহতার দক্ষিণ দিল্লির এক স্কুলের সাবেক প্রশাসনিক প্রধান। তাকে ব্রেন-ডেথ ঘোষণা করা হয়েছিল। তিনি জীবদ্দশায় মৃত্যুর পরে তার অঙ্গগুলো ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। তার কিডনি, লিভার ও কর্নিয়া অন্য তিনজনের জীবন বদলে দিয়েছে। এবং তার হাত এক চিত্রশিল্পীর স্বপ্নকে পুনরুজ্জীবিত করেছে। সূত্র : এনডিটিভি
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.