রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট ,
লালমনিরহাটের কালীগঞ্জে তুষভান্ডার দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তুষভান্ডার দলিল লেখক সমিতির আয়োজনে বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে। রুমে সংগঠনটির সকল সদস্যদের উপস্থিতিতে মতবিনিময় হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম সকল সদস্যদের উদ্যেশ্যে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনটির সফলতা কামনা করে বলেন, এটা অত্যান্ত আনন্দের ও খুশির খবর। এই সংগঠনের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় দলিল সম্পাদন করে নিশ্চয় সর্বসাধারণ উপকার পাবে বলে প্রত্যাশা রাখি। উক্ত সংগঠনের সকল কার্যক্রমে সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাস ব্যাক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, তুষভান্ডার দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির সভাপতি আবু তাহের মোঃ মুসা শামীম, সহ-সভাপতি, আঃ সালাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফরাদ , সহ সম্পাদক, সাদিকুল ইসলাম,কোষাধাক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক,মোহাম্মদ আইয়ুব ইসলাম, প্রচার সম্পাদক, মোহাম্মদ হান্নান মিয়া, ও সদস্য আবু আলা,লিটন মিয়া, শফিউল্লাহ শাফি প্রমুখ। সহ সংগঠনটির নির্বাচনিক সকল সদস্যদের উপস্থিতি ছিলেন। উল্লেখ যে গত ২৮ জানুয়ারি এ নির্বাচনে মোট ৯৩ জন ভোটারের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.