লালমনিরহাটের কালীগঞ্জে তুষভান্ডার দলিল লেখক কল্যাণ সমিতি ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৮ জানুয়ারী ) সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে বিকসল ৩টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি পদে আবু তাহের মোঃ মুসা শামীম ৫৪ ভোট পেয়ে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম বাদল হোসেন ৩৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ফরাদ হোসেন ৫৫ ভোট পেয়ে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম বাদল পান ৩৭ ভোট।
এ নির্বাচনে মোট ৯৩ জন ভোটারের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনের কমিশনার সাব রেজিস্টার অফিসার রাশেদুজ্জামান জানান, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্টার রাশেদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মুফাসালিন সহ বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2026 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.