লালমনিরহাটে জিন তাড়ানোর ভুয়া কবিরাজ সেজেঁ ৫ লাখ টাকা প্রতারণার অভিযোগে কর্থিত জিনের বাদশাসহ ২ প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ।
পুলিশের হাতে আটক কর্থিত জিনের বাদশা খুনিয়াগাছ কালমাটি আনন্দ বাজারের সামসুল হাকের ছেলে খায়রুজ্জামান এবং তার সহযোগী একই গ্রামের এরশাদ হোসেনের ছেলে এলমান হোসেন। তাদের বাড়ি সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার গ্রামে।
পুলিশ জানায়, হারাটী গ্রামের সামিউল ইসলামের মেয়েকে জীন আচড় করে। জিন তাড়ানোর কথা বলে দুই প্রতারক টাকা হাতিয়ে নেয়। জিন তাড়ানোর জন্য প্রথমে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। পরে আরও ৩ লাখ টাকা দাবি করলে পুলিশকে খবর দিলে সদর থানার পুলিশ তাদের আটক করে।
সুত্রঃ চ্যানেল২৪ অনলাইন
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.