প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৩, ১:৫৫ পি.এম
জুয়ায় হেরে স্ত্রীর সাথে ঝগড়া করে বিষ পাণে স্বামীর আত্মহত্যা!
টিন কেনার টাকা জুয়ায় হেরে স্ত্রীর সাথে ঝগড়া করে বিষ পাণে আত্মহত্যা করেছে স্বামী মহসিন আলী(৩২)। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী খামারভাতি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসি সুত্রে জানা গেছে, জুয়া খেলা নিয়ে স্ত্রী আরিফার সাথে স্বামী মহসিনের দিনের বেলা ঝগড়া হয়। বিকেলে মহসিন স্থানীয় চন্দ্রপুর বাজারে যায়। রাত ৯টার দিকেসে বাড়ি ফিরে এসে আবল-তাবল বকতে থাকে। এক পর্যায়ে সে মাটিতে লুঠিয়ে পড়ে।বাড়ির লোকজন তাকে সুস্থ্য করার জন্য মাথায় পানি ঢালে।
অবস্থার বেগতিক দেখে স্বজনরা তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। রাতেই লাশ বাড়িতে নিয়ে আসে।তার মুখে বিষের গন্ধ পাওয়া যায় । স্থানীয়দের ধারনা, সে বিষ পাণে আতœহত্যা করেছে।
তবে এদিকে সচেতন মহল বলছে গত ছয় মাসে যে হারে জুয়া খেলা বেড়ে গেছে ও তার উপর আবার চুরি- তাতে করে এলাকার মানুষ ভাল থাকতে পারছে না।
১৫ এপ্রিল পুলিশ সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে আসে । পরে, ময়না তদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালমর্গে প্রেরণ করা হয়।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য লাশ লালমনিরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে মূল রহস্য ।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2024 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.