রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কালীগঞ্জ থানা ভবন এলাকায় স্থাপন করা হয়েছে সি সি ক্যামেরা। থানা চক্কর এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করেছেন কালীগঞ্জ ওসি এটি এম গোলাম রসুল ।
গোটা থানা এলাকা সিসি ক্যামেরার আওতায় আসায় প্রশাসনিক ও আইন শৃংখলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ প্রযুক্তিগত নিরাপত্তার আওতায় চলে এসেছে।
থানার সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে এএসআই
সেলিম জানান, থানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি যারা কর্মরত রয়েছি আমরা সবাই স্ব স্ব দায়িত্ব পালনে অধিক দায়িত্বশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ওসি এটি এম গোলাম রসুল জানান, বর্তমান দেশের অভ্যন্তরীন সন্ত্রাসী ও অপরাধীদের অপরাধের ধরণ ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এ জন্য গোটা থানা এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে থানা ভবন এলকায় সবধরণের নিরাপত্তা জনিত ঝুঁকি কমার পাশাপাশি থানা অভ্যন্তরে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত হবে।