লালমনিরহাটের আদিতমারীতে প্রকাশ্য জুয়া খেলার দায়ে ৪ জুয়াড়িকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৫ সেপ্টম্বর) সন্ধ্যায় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী শ্বশানের পাশে নদীর তীরবর্তি এলাকায় জুয়া খেলতেছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুজ্জামান ও এএসআই হামিদুলের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী এলাকার মৃত ভেরকেশ বর্মনের ছেলে নারায়ন চন্দ্র (৫১), বিপুল চন্দ্র (২৭) ও কমলাবাড়ী ইউনিয়নের ভেটেশ্বর এলাকার কেকারু চন্দ্র বর্মনের ছেলে শ্যামল চন্দ্র (২৬) বড় কমলাবাড়ী এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে আব্দুল মতিন (৩৪) কে জুয়া খেলা অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে।
পরে বুধবার (২৬ সেপ্টম্বর) ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতেরর বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান প্রত্যককে ৫ শত টাকা করে জরিমানা করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.