অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ে নামতে পারেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। তখন অবশ্য এই দুই তারকার মুখ থেকে এ ব্যাপারে কখনোই কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আবার সেই গুঞ্জনের ডালপালা মেলতে থাকে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নাকি তাঁরা মনোনয়নপত্র কিনতে পারেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত দুই খেলোয়াড় মাশরাফি ও সাকিব আগামীকাল রোববার সকালে মনোনয়নপত্র কিনতে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে যাবেন।
আগামীকাল মনোনয়নপত্র কিনবেন। আর মাশরাফির ব্যাপারটি নিশ্চিত করেছে আওয়ামী লীগ সূত্র। মাশরাফি নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনছেন। আর সাকিব কিনবেন মাগুরা-১ আসনের জন্য।
গত বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।
শুক্রবার থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়ছে।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.