শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:৪৭ পূর্বাহ্ন
রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হন।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জনাব মাহবুবুজ্জামান আহমেদ, সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখা ও উপজেলা চেয়ারম্যান কালীগঞ্জ,
বাবু বিজয় কুমার রায় সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখা,তাহের তাহু, আলহাজ্ব মজিবর রহমান, আব্দুল মতিন, মশিউর রহমান বিপ্লব,রাকিবুজ্জামান আহমেদ,জনাবা সাজেদা জামান, শফিকুল ইসলাম (শফি),উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গা, প্রমুখ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গা, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখা
আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কালীগঞ্জ উপজেলা শাখা।।
Leave a Reply