লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক কলেজ ছাত্রী দীর্ঘ তিন বছর ধরে চলা সর্ম্পকের পর বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ীতে ২ দিন যাবত অবস্থান করছেন । বাড়ীতে প্রেমিকার অবস্থানের খবর পেয়ে প্রেমিক সাজু (২৬ ) গা ঢাকা দিয়েছে। সাজু'র বাড়ীতে প্রেমিকার উপর নির্যাতন চালালে পরে সাজুর চাচত ভাইয়ের বাড়ীতে আশ্রয় নেয়।
সাজু উপজেলার কাকিনা জেলেপাড়া এলাকার দেওয়ান আলীর ছেলে ও প্রেমিকা একই উপজেলার ইশোরকুল গ্রামের ইজ্জত আলীর মেয়ে।
প্রেমিকা জানান, র্দীঘ তিন বছর ধরে সাজু'র সাথে তার সর্ম্পক। সাজু দীর্ঘ দিন ধরে বিভিন্ন সময় বিয়ের কথা বলে শারীরিক সর্ম্পক করে আসছে। বিয়ের কথা বললেই সে তাল বাহানা করে আসছে।
বাধ্য হয়ে আমি তাকে গত শনিবার আবারও বিয়ে করার কথা বললে সে রাজী হয়নি তাই আমি রাতে সাজুর বাড়ীতে চলে এসেছি। আমাকে সাজু বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করব।
এ বিষয় প্রেমিক সাজু'র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
কাকিনা ইউপি চেয়ারম্যান শহিদুল হক শহীদ ঘটনার সত্যাতা স্বীকার করে জানান,বিষয়টি শুনে আমি রাতে গিয়ে ছেলে পক্ষকে সময় দিয়ে এসেছি।
এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.