লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অধ্যক্ষ সরওয়ার হায়াত খান বলেন, আমার পিতা হাতীবান্ধা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। সে কারণে আমি জন্মগতভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি দীর্ঘ ৩৯ বছর আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবীতে দায়িত্ব পালন করে হাতীবান্ধার সকল উন্নয়নে ভূমিকা রাখছি। সে কারণেই আমিই আওয়ামী লীগ ও হাতীবান্ধার জনগণের যোগ্য প্রার্থী।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অধ্যক্ষ সরওয়ার হায়াত খান বলেন, আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবো এবং আমার বিশ্বাস আওয়ামী লীগ আমাকেই মনোনয়ন দিবেন। যদি দল মনোনয়ন না দেয় তবুও আমি নির্বাচন করবো। নির্বাচন থেকে সড়ে যাওয়ার কোনো কারণ বা সুযোগ নেই।
মতবিনিময় সভায় অধ্যক্ষ সরওয়ার হায়াত খান বলেন, আমি নির্বাচিত হলে হাতীবান্ধাকে পৌরসভায় রুপান্তরসহ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও শিশু বিবাহ, মাদক মুক্ত সমাজ তৈরিতে কাজ করবো।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2025 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.