ঢাকাThursday , 20 April 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে তরুণ উদ্যোক্তা মমতাজ আলী শান্তর ঈদ উপহার পেল ৭২০ জন অসহায় পরিবার

TITUL ISLAM
April 20, 2023 7:59 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল ,লালমনিরহাট:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারেও দুঃস্থ ও অসহায় মানুষসাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে লালমনিরহাটের কাকিনার সমাজ সেবক ও তরুণ উদ্যোক্তা মো: মমতাজ আলী শান্ত নিজ অর্থায়নে ৭২০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করেছে।

বৃহস্পতিবার  (২০ এপ্রিল) সকালে কালীগঞ্জ উপজেলার কাকিনা চাঁপারতল গ্রামের নিজ বাড়িতে এসব ঈদ উপহার সামগ্রি বিতরন করেন তিনি।

উপহার পেয়ে রফিকুল, সামাদ,তছির মিয়া, আমেনা বেওয়া  ও কুলছুম বলেন, প্রতিবার ঈদ আসলে এই ছাওয়াটা (ছেলে) হামাক কাপড়- চোপড় (পোশাক) খাবার জন্য সেমাই-চিনি দেয়। হামরা জীবনভর দোয়া করি আল্লাহ ওমাক (তাকে) ভাল থুক (রাখুক)। হামার মত গরীবের পাশে যেন সারাজীবন থাকে। এমন দেখাইয়া কয়জন আছে! ধনীর ঘর (বৃত্তবানরা) যদি একনা করি হামার মত আচল মাইনসের (মানুষের) দিকে দেখিল হয়, তাইলে হামার কষ্ট কম হইবে।

এ সময় তরুণ উদ্যোক্তা মো: মমতাজ আলী শান্ত বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেয়ার মধ্যে রয়েছে বড় আনন্দ। এ জন্য প্রতি বছর প্রিয় মানুষ গুলোর জন্য ভালোবাসার ঈদ উপহার বিতরণ করি। সমাজ সেবা আমার নেশা। তেমনি সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষ গুলো নতুন কাপড় পড়ে হাসিমুখে ঈদ উদযাপন করবে এতে আমার আত্নতৃপ্তি।

প্রতিবছরের মত তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আমার এ ক্ষুদ্র প্রচেষ্ট। সব সময় এই মানুষ গুলোর জন্য নিজ সাধ্যমত কিছু করার  চেষ্টা করি। সকলে আমার জন্য দোয়া করবেন আমার এ কার্যক্রম চলমান থাকবে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ রইল ঈদ উপলক্ষে সবাই নিজ অবস্থান থেকে নিজ এলাকার দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের পাশে দাড়ান সামর্থ্য অনুযায়ী।

ইউপি সদস্য ইয়াছিন আলী বলেন, দীর্ঘদিন ধরেই আমার বাল্যবন্ধু মমতাজ আলী শান্ত অসহায় ও দরিদ্র মানুষের জন্য কাজ করে আসছে। এ ছাড়াও এলাকার রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসায় নিজ অর্থায়নে সহায়তা অব্যাহত রেখেছে। তার এই মহতি কাজ গুলো করে সমাজের মানুষের জন্য একটি শিক্ষনীয় দিক। তার মাঝে এই মানবিক গুনাবলি গুলো রয়েছে।’ এলাকার উন্নয়নে প্রায় সব কাজেই সামিল হয় সে। তার কাজগুলো সমাজের মানুষের কাছে প্রশংসনীয়।

মাদ্রাসা শিক্ষক ইউসুফ আলী বলেন,’  মমতাজ আলী শান্ত দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে আসছে। প্রতিবছর ঈদ আসলে গরীব-অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য  সে এই ধরনের আয়োজন করে থাকে।’ প্রতিটি মানুষ সমানভাবে যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সেজন্য তার এই প্রচেষ্টা। ‘সমাজের প্রতিটি বিত্তবান মানুষ যদি এই ধরনের অসহায় মানুষের জন্য কিছু করতো, তাহলে মানুষগুলো সকলের সাথে আনন্দে ঈদ উৎযাপন করতে পারতো।

জেলা পরিষদ সদস্য মোঃ মোজাম্মেল হক বলেন,’ এটি অত্যন্ত একটি প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ। ‘মমতাজ আলী শান্ত এলাকার উন্নয়নে’ যা করছে তা সত্যিই বিরল। এভাবে প্রত্যেকে যদি মানুষের জন্য এগিয়ে আসে তাহলে সমাজের চিত্রটাই পাল্টে যাবে।’

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।