ঢাকাFriday , 18 November 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে চলছে ত্রিমুখী লড়াই-কোনো দলই মাঠ ছাড়তে রাজি নয়

TITUL ISLAM
November 18, 2022 7:03 am
Link Copied!

লালমনিরহাটে আওয়ামী লীগ ও বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল গোছাতে মাঠে নিরলস কাজ করে যাচ্ছে। জেলায় তিনটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে চায় আওয়ামী লীগ। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ বিএনপিও। জাতীয় পার্টিও মাঠ ছাড়েনি। তৃণমূলে দলকে শক্তিশালী করতে কাজ করছেন দলটির নেতা-কর্মীরা। জেলার তিন দলের নেতাদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছেন নিজস্ব প্রতিবেদক।।

প্রতিহিংসার রাজনীতি করে না আওয়ামী লীগ

——– মতিয়ার রহমান

লালমনিরহাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেছেন, তার দল কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। সব সময় জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ, এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে প্রতিহিংসা নেই। আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক দল। একাধিক নেতা নেতৃত্বে আসতে চান এবং নির্বাচন করতে চান। দলে সেই প্রতিযোগিতা রয়েছে।

তিনি বলেন,আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক সংগঠন। গঠনতান্ত্রিকভাবেই নিয়মিত সম্মেলন করে আসছে। ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত সম্মেলন হচ্ছে। দলে ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে। তিনি বলেন, জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক সাতটি ইউনিট রয়েছে। ছয়টি ইউনিটের সম্মেলন হয়েছে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল। এ জেলা আওয়ামী লীগের ঘাঁটি। সাংগঠনিকভাবে লালমনিরহাটে আওয়ামী লীগ অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। আগামী নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে পারব।

গণতন্ত্র পুনরুদ্ধারই লক্ষ্য বিএনপির

——- আসাদুল হাবিব দুলু

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য। গুম, খুন ছাড়া দেশের মানুষকে এই সরকার কিছুই দিতে পারেনি। এ সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে বিএনপি নেতা-কর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত।

তার সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এখানে নেতা-কর্মী সংখ্যা বেশি, পদ-পদবি কম। এখানে প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা নেই। তিনি বলেন, লালমনিরহাটে আমাদের দলে কোনো দিন পদ-পদবির জন্য একজন কর্মী আরেকজন কর্মীর ওপর ঢিল ছুড়েছে এমন নজির নেই।

আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি। তিনি বলেন, লালমনিরহাট জেলা বিএনপিতে পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভা ইউনিট রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রায় সব ইউনিটের সম্মেলন হয়েছে। কিছুদিনের মধ্যেই বাকি সম্মেলন হবে।

এরপর জেলা বিএনপির সম্মেলন হবে। সাবেক মন্ত্রী আরও বলেন, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রপ্রধান বলেননি, তার রাষ্ট্রে দুর্ভিক্ষ আসতে পারে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সামনে দুর্ভিক্ষ আসছে। কারণ তিনি জানেন, বাংলাদেশের কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে। আওয়ামী লীগ নেতারা এখন আর ঘুষ বা কমিশন বাণিজ্যের টাকা নেন না, তারা ডলার নেন।

তিনটি আসনেই জয় পাবে জাতীয় পার্টি

—— জাহিদ হাসান

লালমনিরহাট জাতীয় পার্টির (জাপা) জেলা সদস্য সচিব জাহিদ হাসান বলেছেন, লালমনিরহাট জাতীয় পার্টির ঘাঁটি। লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য ও জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সুদক্ষ নেতৃত্ব আর ব্যাপক উন্নয়নের সুফল পাচ্ছে জেলার মানুষ। তাই সবাই তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে। তিনি লালমনিরহাটের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে পার্টি সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। জেলায় পাঁচ উপজেলা ও দুটি পৌরসভার কমিটি গঠনের কাজ চলছে। আগামী নির্বাচনে তিনটি আসনেই জাতীয় পার্টি জয় পাবে।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শরিফা কাদের এমপির সুদক্ষ নির্দেশনায় প্রতিটি সাংগঠনিক ইউনিট সুসংগঠিত হচ্ছে। তিনি বলেন, জাতীয় পার্টিতে যে বিভেদ ছিল, তা ভুলে গিয়ে এখন এক হয়ে লড়ছি। দলে নেতাদের যাওয়া-আসা নিয়ে তিনি বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। পটপরিবর্তনে অনেক কিছুই বদল হয়।

‘যাওয়া-আসা থাকবেই’। আমাদের নীতি-আদর্শের সঙ্গে মিলে কেউ আসলে আমরা তাদের নিয়ে কাজ করব। যারা পার্টি ছেড়ে গিয়েছিলেন তারাও আসলে আমরা তাদের নিয়ে চলব। তিনি হাইকমান্ডের কথা উল্লেখ করে বলেন, এখনো আমাদের নেতারা নির্বাচনের রূপরেখা দেননি। দিলে আমরা সেভাবে কাজ করব।

এর পর আসছে লালমনিরহাট ২ কালীগঞ্জ আদিতমারী নিয়ে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।