ঢাকাFriday , 30 September 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পূজামণ্ডপ পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত লালমনিরহাটে

TITUL ISLAM
September 30, 2022 2:24 pm
Link Copied!

লালমনিরহাট সাপটানা বাজার দেববাড়ী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভাণ্ডারীসহ তার সফর সঙ্গীরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন করেন তিনি।

দেববাড়ী পূজা উদযাপন কমিটির আয়োজনে এবং কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেপালের ডেপুটি চিফ অব মিশন শ্রী কুমার রাই, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, ভারতের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি অতুল কুমার সাকসেনা, বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার চৌধুরী।

নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভাণ্ডারী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে জানান, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এ দেশে যার যার ধর্ম তারা পালন করছে। সাম্প্রদায়িক দাঙ্গা নেই। নেপালের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নতুন নতুন মাত্রা যোগ হয়েছে। ব্যবসা বাণিজ্য সুন্দর ও সু-সম্পর্ক রয়েছে নেপালের সঙ্গে। সাপটানা বাজার দেববাড়ী পূজামণ্ডপের সাধারণ সম্পাদক জানান, আমরা সম্প্রীতি মাধ্যমে শারদীয় দুর্গোৎসব পালন করছি লালমনিরহাটে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।