ঢাকাSunday , 1 August 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, ২ জনকে কুপিয়ে জখম থানায় মামলা, ধরাছোঁয়ার বাইরে আসামীরা

TITUL ISLAM
August 1, 2021 3:41 pm
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই জন গুরুত্বর আহতের ঘটনা ঘটেছে।এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে উপজেলার দলগ্রাম ইউনিয়নের ধনসড়া ১ নং ওয়ার্ডে।

আহতরা হলেন উপজেলার ধনসড়া এলাকার আসাদুল ইসলাম (৫৫) ও তারই ছেলে মোমিনুর রহমান(২৭)।

এ ঘটনায় গত ৪ জুলাই আহত আসাদুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫। মামলার পর পুলিশ প্রধান আসামীকে গ্রেফতার করেন।

রবিবার (১ আগস্ট) মামলার বাদী আসাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, মামলার ১ নং আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ২৬ দিনেও বাকী আসামীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। যারা হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করেছে তাদের উপযুক্ত বিচার দাবী করেন ভুক্তভোগী আসাদুল।

মামলার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার দলগ্রাম ধনসড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে আসাদুল ইসলামের জমির সীমানাকে কেন্দ্র করে দক্ষিণ মুসরত মদাতী এলাকার মোস্তাফিজার রহমান গংদের বিরোধ চলছিল।উক্ত বিরোধের জের ধরে গত ৩০ জুলাই দুপুর ১টার দিকে আসাদুল ইসলাম সেই জমিতে আইলের মাটি কাটার সময় মকছুদার,সহিদার,রাজু,সাজু,মোস্তাফিজার পুর্ব পরিকল্পিতভাবে মোস্তাফিজার রহমানের হুকুমে মকছুদার রহমানের হাতে থাকা দা দিয়ে আসাদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর কোপ মারে। এতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে আসাদুল মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরও রাজু বুকের উপর বসে গলা চিপিয়া ধরে এবং সাজু লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। খবর পেয়ে আসাদুলের স্ত্রী তাদেরকে মারপিট করতে নিষেধ করলে তার স্ত্রীর গলায় থাকা ৮আনা ওজনের স্বর্ণের চেন মকছুদার রহমান টানা হেচড়া করে ছিড়ে নেন। আসাদুলের ছেলে মোমিনুর আগাইয়া গেলে তাকে ও হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর কোপ মারে এসময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন আগাইয়া গেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান হামলাকারীরা । পরে হরবানীনগর এলাকার আমিনুর রহমান গুরুতর রক্তাক্ত অবস্থায় আসাদুল ও ছেলে মোমিনুরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। যাহার ভর্তি রেজিঃ নং ৭৫৭৯/১৬, বেড নং-১০ এবং ৭৫৮০/১৫, বেড নং -১৫। ভর্তির তারিখ-৩০ জুন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম বলেন, আসামীরা এলাকায় না থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না তবে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামী গ্রেফতারের পর জামিনে রয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।