ঢাকাSunday , 3 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে করোনাকে জয় করে বাড়ি ফিরলেন বাবা-ছেলে

TITUL ISLAM
May 3, 2020 10:19 am
Link Copied!

 লালমনিরহাট প্রতিনিধি  ।।

করোনা ভাইরাসকে জয় করে নিজ বাড়িতে ফিরলেন লালমনিরহাটের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত শ্রমিক কামরুল ইসলাম ও তার সংস্পর্শে আসা তার ৭ বছরের ছেলে সালমান হোসেন।রবিবার (৩ মে) দুপুর ১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়ে এ্যাম্বুলেন্সে যোগে তাদের বাড়ি পাঠিয়েছে।

বাবা-ছেলে ২২দিন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোকন্দ দীঘির পাড় (গুড়িয়াদহ) এলাকার এক ব্যক্তি (৩৭) করোনায় আক্রান্ত হন। তিনি নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন।

বাড়িতে আসার পর তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। এরই মধ্যে তার সংস্পর্শে থেকে ৭ বছরের ছেলেও করোনায় আক্রান্ত হয়। তারা ২২দিন লালমনিরহাটের সদর হাসপাতালের
নার্সিং ইনস্টিটিউটে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিয়ে সুস্থহন।

আজ তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। লালমনিরহাট সিভিল সার্জন ডা. নিমর্লেন্দু রায় বলেন, জেলার প্রথম করোনায় আক্রান্ত কামরুল ইসলাম ও তার ছেলে সালমান
হোসেন ২২দিন চিকিৎসার পর ২য় বার নমুনা পরীক্ষায় সব রিপোর্ট নেগেটিপ এসেছে। তারা সম্পুর্ণ করোনা মুক্ত। আজ
রবিবার দুপুরে তাদের বাড়ি পাঠানো হয়েছে। উল্লেখ্য, লালমনিরহাটে মোট করোনায় আক্রান্ত ৩ জন। এর মধ্যে ২
জন সুস্থ হয়েছেন। বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।